Title
ইউনাইটেড চার্চ অব বাংলাদেশ, গ্রাম-নিত্যানন্দপুর, উপজেলা-গাংনী, জেলা-মেহেরপুর।
Address
গাংনী উপজেলা ক্যাম্পাস অথবা গাংনী বাজার থেকে মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা, ভ্যান, অটোরিকশা, ইঞ্জিন চালিত (নসিমন, করিমন, আলগামন ইত্যাদি) যানবাহনে ২০ থেকে ৩০ টাকার ভাড়ায় ঐ গীর্জায় অনায়াসেই যাওয়া যায়।
History
<p>গাংনী উপজেলা ক্যাম্পাস থেকে ৬ কিঃ মিঃ দূরে নিত্যানন্দপুর গ্রামে অবস্থিত ইউনাইটেড চার্চ অব বাংলাদেশ । প্রায় ০.২২ একর জমির উপর এ গীর্জ অবস্থিত। নিত্যানন্দপুর গ্রামটি খ্রিষ্টান অধ্যুষিত। ৪৩টি পরিবারের লোকজন এ গীর্জায় প্রার্থনায় সমবেত হয়। বেঞ্জামিন বিশ্বাস এ গীর্জার নিয়মিত পুরোহিত । এ গ্রামে বসবাসকারী খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন প্রোটেষ্ট্যান্ট।</p>