Title
চিতলা বাইতুল মামুর জামে মসজিদ
Address
গাংনী উপজেলা ক্যাম্পাস অথবা গাংনী বাজার থেকে মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা, ভ্যান, অটোরিকশা, ইঞ্জিন চালিত (নসিমন, করিমন, আলগামন ইত্যাদি) যানবাহনে ২৫ থেকে ৩০ টাকার ভাড়ার বিনিময়ে ঐ মসজিদে যাওয়া যায়।
History
<p>গাংনী উপজেলা ক্যাম্পাস থেকে ৫ কিঃ মিঃ দূরে চিতলা গ্রামের বাজারের সংলগ্ন চিতলা বাইতুল মামুর জামে মসজিদ অবস্থিত । বাংলা ১৩১৯ সন ইংরেজী ১৯১১ সালে মসজিদটি তৈরী করা হয়। গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিগণ ঐ মসজিদে জুম্মাসহ ওয়াক্তিয়া নামাজ আদায় করেন।</p>