Title
পশ্চিম মালসাদহ জামে মসজিদ
Address
গাংনী উপজেলা ক্যাম্পাস অথবা গাংনী বাজার থেকে মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা, ভ্যান, অটোরিকশা, ইঞ্জিন চালিত (নসিমন, করিমন, আলগামন ইত্যাদি) যানবাহনে ১০ টাকার ভাড়ার বিনিময়ে ঐ মসজিদে যাওয়া যায়।
History
<p>মসজিদটি গাংনী উপজেলা ক্যাম্পাস থেকে ১.৫ কিঃ মিঃ দূরে পৌরসভার অন্তর্গত (গাংনী-কুষ্টিয়া মহাসড়কের পার্শ্বে)পশ্চিম মালসাদহ গ্রামে অবস্থিত। গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিগণ ঐ মসজিদে জুম্মাসহ ওয়াক্তিয়া নামাজ আদায় করেন।</p>