Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিষদ কার্যক্রম

(ক) (আর্থিক) (১) উপজেলা পরিষদ তহবিল সংক্রান্ত (২) উপজেলা পরিষদ বাজেট (৩) উপজেলা পরিষদ বার্ষিক হিসাব বিবরণী (৪) উপজেলা পরিষদের ব্যয়ের অডিট (খ) (উন্নয়নমূলক) (১) সকল উন্নয়ন প্রস্তাব/প্রকল্প ও প্রাক্কলন অনুমোদন (২) পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (৩) উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নতব্য কাজের পস্নান ও এষ্টিমেট অনুমোদন (৪) উপজেলা পরিষদের তহবিল বিনিয়োগ সংক্রান্ত । (গ) (অপারেশনাল) (১) বিভিন্ন কমিটি উপ-কমিটি গঠন; (২) পরিষদ কর্তৃক কাজ বাস্তবায়নের বিভিন্ন চুক্তি প্রক্রিয়াকরণ; (৩) পরিষদের সকল কার্যক্রম পর্যালোচনা; (৪) উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কাজ পর্যালোচনা। (ঘ) (সমন্বয়) (১) পারফমেন্স রির্পোট ও বিবরণী সংগ্রহসহ সংশিস্নষ্ট সকলের নিকট প্রেরণ। (ঙ) (বিবিধ) (১) জনস্বার্থ সংশিস্ন¬ষ্ট অন্যান্য বিষয়াদি। (চ) নাগরিক সেবাসমূহঃ (১) বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা উপবৃত্তি ভিজিডি, ভিজিএফ ইত্যাদি। (ছ) উপজেলা পরিষদের ছবি এবং যোগাযোগের পোস্টাল ঠিকানাঃ উপজেলা পরিষদ কার্যালয়, মেহেরপুর সদর, মেহেরপুর-৭১০০। (জ) উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্প সমূহঃ (১) উপজেলা প্রকৌশলীর কার্যালয় (সংযোজনী ০১-১২ পর্যন্ত) কপি সংযুক্ত; (২) উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (সংযোজনী ১৩-৩০ পর্যন্ত) কপি সংযুক্ত। (ঝ) গেস্টহাউজঃ উপজেলা পরিষদের আওতায় কোন গেস্টহাউজ নেই ।