Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বঙ্গ এগ্রো কমপ্লেক্স, যুগিরগোফা।
স্থান
গাংনী বাসস্ট্যান্ড থেকে ৮ কিঃ মিঃ দূরে যুগিরঘোপা গ্রাম।
কিভাবে যাওয়া যায়
গাংনী বাসস্ট্যান্ড থেকে (গাংনী-হাটবোয়ালিয়া) রোডে বাস, টেম্পু, আলগামন যোগে করিম মোড় হয়ে টেম্পু, আলগামন যোগে বঙ্গ এগ্রো কমপ্লেক্স, যুগিরগোফা পৌছানো সম্ভব। ভাড়া জনপ্রতি (10+10)= 20 টাকা।
বিস্তারিত

বঙ্গ এগ্রো কমপ্লেক্স, যুগিরগোফা, গাংনী, মেহেরপুর।

মালিকঃ মোঃ হেদায়েত আলী বিশ্বাস (এলবার্ট)

মোবাইল নং- 01798-403028-30

Email-bongo.agro@gmail.com

 

বঙ্গ এগ্রো কমপ্লেক্স মূলত মৎস্য চাষ প্রকল্প।  মোট ৩০০ বিঘা জমির মধ্যে ২০০ বিঘা জমিতে ছোট বড় ৩২টি পুকুর সমন্বয়ে জলকর। পুকুরগুলো পরিকল্পনামাফিক খনন করা হয়েছে। পুকুরগুলোর মাঝে মাঝে ফুলের বাগান তৈরী করা হয়েছে। পুকুরে পাঙ্গাশ, তেলাপিয়া, মনোসেক্স, কাতলা, মৃগেল,রুই, সিলভারকাপ, ব্লাক কাপ, গ্রাসকাপ, বাটা, মিনারকাপ প্রভৃতি মাছের চাষ করা হয়। বছরে ১২০০ মেঃ টন মাছ উৎপন্ন হয়। এলাকার আমিষের চাহিদা পুরণ করে বাহিরের ক্রেতারা এসে মাছ ক্রয় করে নিয়ে যায়। প্রকল্পে ১ জন ম্যানেজার, প্রতিদিন ২৫ জন শ্রমিক কাজ করে।

 

প্রকল্পে একটি পিকনিক স্পট আছে। বর্ষা মৌসুম বাদে দূর-দূরন্ত থেকে প্রতি মাসে ৪/৫টি পিকনিক পার্টি আসে। পর্যটকদের আকৃষ্ট করার লক্ষে প্রকল্পে একটি শিশুদের জন্য বিনোদন পার্ক ও পর্যটকদের অবস্থানের জন্য অবকাশকেন্দ্র তৈরীর পরিকল্পনা রয়েছে।

 

প্রকল্পের জলাধারে দেশীয় পাখির সাথে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে ও অবস্থান করে। পাখি দেখতে দূর-দূরন্ত হতে পর্যটকগণ আসেন।