ভাটপাড়া নীলকুঠি, সাহারবাটিঃ ১৮৫৯ সালে স্থাপিত ধ্বংস প্রায় এই নীলকুঠিটি ইট, চুন-শুরকি দ্বারা নির্মাণ করা হয়। এর ছাদ লোহার বীম ও ইটের টালি দিয়ে তৈরী। এই কুঠির পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী। ছবির ডানে এবং ছবির বাম পাশে গাংনী উপজেলার ৪ টি দর্শনীয় স্থানের চতুর্থ অবস্থানে রয়েছে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং মাঝখানে রয়েছে গাংনী পৌরসভা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস