শিরোনাম
সাধু আন্দ্রিয়ের গীর্জা (চার্চ অব বাংলাদেশ), গ্রাম- জুগিন্দা, উপজেলা-গাংনী, জেলা-মেহেরপুর।
ঠিকানা
গাংনী উপজেলা ক্যাম্পাস অথবা গাংনী বাজার থেকে মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা, ভ্যান, অটোরিকশা, ইঞ্জিন চালিত (নসিমন, করিমন, আলগামন ইত্যাদি) যানবাহনে ৪০ থেকে ৫০ টাকার ভাড়ায় ঐ গীর্জায় অনায়াসেই যাওয়া যায়।
ইতিহাস
<p>গাংনী উপজেলা ক্যাম্পাস থেকে ৮ কিঃ মিঃ দূরে জুগিন্দা গ্রামে অবস্থিত সাধু আন্দ্রিয়ের গীর্জা (চার্চ অব বাংলাদেশ)। ১৯৭৫ সালে এ গীর্জা প্রতিষ্ঠা হয়। ২০০৯ সালে পুনঃ নির্মাণ করা হয়েছে। প্রায় ৫.০০ একর জমির উপর এ গীর্জ অবস্থিত। জুগিন্দা গ্রামের মোট জনগোষ্ঠির শতকরা ২০ ভাগ খ্রিষ্টান । ৪২টি পরিবারের লোকজন এ গীর্জায় প্রার্থনায় সমবেত হয়। পলবৌদ্দ এ গীর্জার নিয়মিত পুরোহিত । এ গ্রামে বসবাসকারী খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন প্রোটেষ্টঠ্যান্ট। এ গীর্জা সংলগ্ন পার্শ্ববর্তী পুরাতন গীর্জায় সপ্তাহের প্রতি শনিবার ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এ গীর্জা সংলগ্ন পার্শ্ববর্তী একটি ভবণে ডে-কোয়ার সেন্টার পরিচালিত হয়।</p>