ঠিকানা
গাংনী উপজেলা ক্যাম্পাস অথবা গাংনী বাজার থেকে মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা, ভ্যান, অটোরিকশা, ইঞ্জিন চালিত (নসিমন, করিমন, আলগামন ইত্যাদি) যানবাহনে ১০ থেকে ১৫ টাকার ভাড়ায় ঐ গীর্জায় অনায়াসেই যাওয়া যায়।
ইতিহাস
<p>গাংনী উপজেলা ক্যাম্পাস থেকে ১.৫ কিঃ মিঃ দূরে চৌগাছা গ্রামে অবস্থিত জপমালা রাণীর গীর্জা । ২৩.০২.২০০৪ খ্রি. তারিখে এ গীর্জার ভিত্তি প্রস্তর স্হাপন করা হয় এবং ০৭.১০.২০০৫ খ্রি. তারিখে এ গীর্জা চালু হয়। চৌগাছা গ্রামের খ্রিষ্টান অধ্যুষিত পাড়ার ২৫/২৬ টি পরিবার এ গীর্জায় প্রার্থনায় সমবেত হয়। ডমনিক হালদার এ গীর্জার নিয়মিত ফাদার। নিয়মিত ফাদারের অনুপস্থিতিতে (ক্যাটিলিষ্ট) আব্রাহিম মন্ডল এ গীর্জার যাবতীয় প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন রোমান ক্যাথলিক।</p>