শিরোনাম
গাংনী মাদ্রাসা জামে মসজিদ।
ইতিহাস
<p>গাংনী বাজার থেকে সামান্য দূরে থানা রোডে রাস্তার ধারে অবস্থিত। মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসার নিকটবতী স্থানে এ মসজিদটি স্থাপিত হয়। মসজিদটি একটি আধুনিক বিল্ডিং। সুসজ্জিত টাইলস্ দ্বারা এর মেঝে আবৃত। তবে অবস্থান গত কারনে প্রচন্ড গরম। তবে গরম কমানোর জন্য ওয়াল ফ্যান সহ প্রচুর ফ্যান আছে। এলাকার মানুষের সার্বিক সহযোগীতায় আল্লাহর রহমতে ভবিষ্যতে এ,সি লাগানোর ব্যাবস্থা করা হবে ইনশাআল্লাহ্।</p>