সম্মানিত গাংনীবাসী,
অবাধ, গতিশীল ও নির্বিঘ্ন সেবাপ্রাপ্তি আপনার অধিকার এবং সৎ, দক্ষ ও জনবান্ধব উপজেলা প্রশাসন বিনির্মাণ আমাদের অঙ্গীকার। উপজেলার দপ্তরসমূহের মাধ্যমে আপনাদেরকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার জন্য উপজেলা নির্বাহী অফিসার, গাংনী এর কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। উপজেলাধীন সকল নাগরিককে তাদের কাঙ্খিত সেবা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ বিষয়ে অত্র কার্যালয়ে একটি সিটিজেন চার্টার বা সেবা প্রদানের তালিকা লিপিবদ্ধ করা আছে। যেকোন সরকারি দপ্তরে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত কিংবা রশিদবিহীন যেকোন লেনদেন হতে বিরত থাকার জন্য সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ করছি। সকল প্রকার সরকারি সেবা নিশ্চিতকরণের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গাংনী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগান্তকারী ও দৃষ্টান্তমূলক উপজেলা প্রশাসন বিনির্মানে যেকোন গঠনমূলক পরামর্শের জন্য আপনাকে স্বাগত জানাই। সেবা সংক্রান্ত যেকোন হয়রানি বা অভিযোগের ব্যাপারে সরাসরি আপনার উপজেলা নির্বাহী অফিসার কে জানান।
আসুন আমরা সকলে মিলে সরকারি সেবাকে গাংনীবাসীর দোরগোড়ায় নিয়ে যাই।
প্রীতম সাহা
উপজেলা র্নিবাহী অফিসার
গাংনী, মেহেরপুর
মোবাইল: 01708410021,
01711026695
ইমেইল: unogangni@mopa.gov.bd
ওয়েবসাইট: www.gangni.meherpur.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস