Cover Photo
বার্তা
গাংনী উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা। যুগের পর যুগ এ অঞ্চলের মানুষ অবর্ণনীয় অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। '৭১ এর আগে এ অঞ্চলের মানুষের কোন অধিকার ছিল না। ফলে অধিকার বঞ্চিত মানুষের তেমন কোন উন্নয়ন হয়নি। উন্নয়নের সর্বশ্রেষ্ট হাতিয়ার শিক্ষা।সর্বশেষ আদমশুমারী অনুসারে খুলনা বিভাগে শিক্ষার হার ৫৩%, মেহেরপুর জেলায় ৪৬% আর গাংনী উপজেলায় ৪২%। সুতরাং আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে হবে। গাংনীবাসীর নিকট আমার আবেদন, আসুন আমরা সকলে মিলে শিক্ষার এ দৈন্যতা হ্রাস করি।
যোগদানের তারিখ
২০১৯-০৮-০১
টেলিফোন
+880792275027
মোবাইল
01708410021
ই-মেইল
unogangni@mopa.gov.bd